শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

বরিশাল/ আ’লীগের সমাবেশে মোবাইল ‘হারালেন’ ২০ নেতাকর্মী

পার্বত্য শান্তিচুক্তি দিবসে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করে মোবাইল হারিয়েছে অর্ধশতাধিক নেতা-কর্মী। তাদের অন্তত ২০ জন কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার বিকেল আয়োজনের শেষে রাত ১১টা পর্যন্ত মোবাইলের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরিগুলো করা হয়েছে।

শান্তিচুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে নগর ভবনের সামনে সমাবেশ ও র‍্যালি আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতে জেলার হাজার খানেক নেতা-কর্মী অংশ নেয়।

সাবেক ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম জসীম ফেসবুকে লেখেন, তিনি র‍্যালির সময় মোবাইল ও ১০ হাজার টাকা হারিয়েছেন।

ব্রজমোহন কলেজের ছাত্র রনি আহম্মেদ জানান, নগর ভবনের সামনে র‍্যালি করে বাড়ি ফেরার পথে দেখেন তার মোবাইল নেই।

র‍্যালির সময় নগর ভবনের সামনে থাকা পুলিশ সদস্যরা জানায়, প্রায় ৫০ জন তাদের কাছে এসে মোবাইল হারানোর অভিযোগ করেছেন।

কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুম্মান হোসেন বলেন, ‘বিকেল থেকে রাত পর্যন্ত থানায় ২০টি মোবাইল হারানোর জিডি হয়েছে। সবাই মোবাইল হারানোর স্থান সমাবেশ ও র‍্যালি যেখানে হয়েছে সেখানে বলেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ