বরিশালের বাবুগঞ্জে অনলাইন শপ দারাজের পণ্য ডেলিভারিভ্যান থেকে ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক ও ডেলিভারিম্যানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলার স্টিলব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাবুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, তাদের কাছে তথ্য ছিল অনলাইন শপ দারাজের পণ্য ডেলিভারিভ্যানে ইয়াবা রয়েছে। এমন সংবাদের প্রেক্ষিতে রহমতপুর-মীরগঞ্জ সড়কের স্টিলব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দারাজের একটি পণ্য ডেলিভারির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-থ ৫৪-৩৪১৫) আটক করা হয়। এসময় গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের আসনের সিটকভারের ভেতর থেকে কাগজে মোড়ানো অবস্থায় ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।