স্বামীসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এবার স্থানীয় ওয়ার্ড মেম্বর সাইদুল আলম লিটনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে একই মামলার আসামি লিটন মেম্বরের সহযোগী জাহিদ হোসেন জয়কে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ। সে বর্তমানে কারাগারে আছে।