শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে একদিনে আক্রান্ত ১৮, মৃত্যু ১

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ছিলো ১৮ জন রোগী।

মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে আজ শুক্রবার সকাল পর্যন্ত নমুনা পরীক্ষায় ১.০৯ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২০ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে একজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের। আজ শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ১৮ জন রোগী।

এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত বৃহস্পতিবার রাতের সব শেষ রিপোর্টে ৮২ জনের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.০৯ ভাগ। এর আাগে প্রথমবারের মতো গত বুধবার রাতের নমুনা পরীক্ষার রিপোর্টে শূন্যভাগ করোনা শনাক্ত হয়। যা গত বছর ৮ এপ্রিল পিসিআর ল্যাব চালুর পর একটি রেকর্ড। পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো।

গত বছরের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৩৫৫ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৪ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ