পিরোজপুর প্রতিনিধি।
বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতি পিরোজপুর জেলার কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার সমিতির সভাপতি এ এফ এম কামরুল হাছান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানাগেছে পিরোজপুর জেলার সভাপতি হয়েছেন নেছারাবাদ উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) মো. আল আমীন, সাধারণ সম্পাদক হয়েছেন স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমির সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) মো. সোহাগ মিয়া ও কাউখালী উপজেলার হোগলাবেতকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) শংকর চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক করা হয়। আগামী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।