সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

বাকেরগঞ্জে চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি দু বছর পর গ্রেফতার।

 

বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
বাকেরগঞ্জ উপজেলার দুধাল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামের মৃত্যু মোজাম্মেল মীর এর পুত্র আবু বকর মীর বাকেরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার। সূত্রে জানা যায় আবু বকর মির সুন্দর কাঠি গ্রামে মোঃ বশির উদ্দিনের কাছ থেকে ইটের ভাটার ব্যবসার জন্য নয় লক্ষ টাকা নেন এবং ব্যবসার লাভাংশ তাকে দিবে বলে বশির উদ্দিন কে সাত লক্ষ টাকার ব্যাংকিং চেক নিজ হস্তে সই করে দেন। কিন্তু আবু বকর ব্যবসার নামে নানান ধরনের অযুহাত করে বশির উদ্দিন কে আসল নয় লক্ষ টাকা ফেরত দিতে কার্পণ্য করেন। আবু বকরের নানান ধরনের অযুহাত ষড়যন্ত্রের শিকার হয়ে বশির উদ্দিন বাদী হয়ে আবু বকর মীরকে আসামী করে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে ঘটনার সত্যতা পায় এবং আসামি কোর্টে হাজির না হওয়ায় এক পর্যায়ে তার নামে ওয়ারেন্ট হয় দীর্ঘ দু বছর পর ওয়ারেন্ট ভুক্ত আসামি আবু বকর মীর পুলিশের হাতে গ্রেফতার হন, বাকেরগঞ্জ থানা পুলিশের হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি আবু বকর মীর গ্রেফতার হওয়ায় একটি কুচক্রী মহল তাকে ছাড়িয়ে নিতে বিভিন্ন ধরনের তদবির করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ