মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্রেতা সেজে অভিনব কায়দায় ৪ জন মুদি ব্যবসায়ী কে জরিমানা করেন।

 

রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ ঃ

বরিশালের বাকেরগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্রেতা সেজে অভিনব কৌশল অবলম্বন করে ০৪ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। দ্রব্যের বাজার যখন একটু বেড়ে যায় ঠিক তখনই বিভিন্ন অযুহাতের মাধ্যমে কিছু অসাধু অতি মুনফা লোভী ব্যাবসায়ীরা হটাৎ করে সয়াবিন তেল প্রতি লিটার ২০০ টাকা করে বিক্রয় করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে আজ বিকেলে বাকেরগঞ্জের বাসস্ট্যান্ড বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধমে ৪ দোকানদার কে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি আবুজার মো. ইজাজুল হক। সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক তিনি অভিনব কায়দায় ক্রেতা সেজে ঐসকল দোকান থেকে সয়াবিন তেল নিজে ক্রয় করেন। এসময় দেখা যায় তেলের গায়ে লেখা নির্ধারিত মূল্য ঘষে উঠিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করছে। হাতেনাতে এমন অপরাধ প্রতক্ষ্য করে তিনি এই জরিমানা আদায় করেন।

এসময় তিনি বলেন, বাকেরগঞ্জে যদি কেউ এমন অপরাধ করে, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ