বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কাফনের কাপড় পড়ে মাঠে থাকবে যুবদলের নেতাকর্মীরা।

 

মোঃ শহিদুল ইসলাম (শহিদ)
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আগামীকালকের চট্টগ্রাম বিভাগীয় বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কাফনের কাপড় পড়ে মাঠে থাকবে যুবদলের নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মা, মাটি ও মানুষের নেত্রী। তিনি এ সময় আমাদের আবেগ অনুভূতি নিয়ে ছিনিমিনি না খেলতে সরকারকে হুশিয়ারী উচ্চারণ করেন। তিনি আজ ২৯ নভেম্বর (সোমবার) বিকাল ৪ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ৩০ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভার সঞ্চালক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, গণতন্ত্রের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রীর কিছু হলে এর দায়ভার শেখ হাসিনাকে নিতে হবে। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কখনো আপোষ করেননি আমাদের মা। যে স্থানেই সমাবেশ হউক, মহাসমাবেশ সফল করতে প্রস্তুত যুবদলের অসংখ্য জিয়ার সৈনিকেরা।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, মুহাম্মদ মুছা, মিয়া মো: হারুন, জাহিদ হাসান বাবু, অরূপ বড়–য়া, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো: হুমায়ুন কবীর, এরশাদ হোসেন, তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ আলী, মোহাম্মদ নওশাদ, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক বৃন্দ মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, মাহাবুবুর রহমান, জহিরুল ইসলাম জহির, জিয়াউল হক মিন্টু, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গীর আলম মানিক, সালাহ উদ্দিন, আনোয়ার হোসেন, নগর যুবদলের সদস্য লতিফুল বারী সুমন, সাইদুল হক সিকদার, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুর আলম, মোর্শেদ কামাল, মোহাম্মদ উল্লাহ তড়িৎ, আকতার হোসেন, আবু বক্কর বাবু, মো: হাসান, মাসুদ আলম, মো: ইসকান্দর ও মোহাম্মদ সাইফুল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ