শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

বিএনপি-যুবলীগ সংঘর্ষে আহত ৩০

পটুয়াখালীর দুমকি উপজেলায় যুবলীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় বিএনপি কার্যালয় ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশ সদস্যসহ দলটির অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ সফল করতে শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একই সময় সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামী যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রমকালে দুগ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

এসময় দুপক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। আওয়ামী লীগ, যুবলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপি কার্যালয় ঢুকে আসবাবপত্র চেয়ার-টেবিল ভাংচুর করে। দু’পক্ষের সহিংসতায় পুলিশসহ বিএনপির অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিএনপির আহবায়ক খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক জাহিদ হাওলাদার, ফারুক হাওলাদার, যুবদলের সদস্য সচিব রিপন শরীফ, সেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম হাওলাদার, শ্রমিকদলের সভাপতি হাবিবুর রহমান, পুলিশ কনস্টবল দেলোয়ার হোসেনসহ সাতজনকে আশংকাজনক অবস্থায় দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। হামলা-সংঘর্ষেও ঘটনাটিকে আ’লীগ-বিএনপি পরস্পরকে দায়ী করেছে।

আহত বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ-যুবলীগ অতর্কিতে হামলা চালিয়ে দলীয় অফিস ভাঙচুর ও অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত করেছে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিনের দাবি, সারা দেশে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের মিছিলে বিএনপির সন্ত্রাসীরা হামলা করলে আমরা তার প্রতিবাদ করেছি

দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পুলিশ সদস্য দেলোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ