শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

বিজয়া দশমী পূজা শেষে দেবী বিসর্জন

অনলাইন ডেস্কঃ দশমী পূজার মাধ্যমে আজ সকালে শুরু হয় বিজয়া দশমীর। সকাল ১০টা ২০ মিনিটে দেওয়া হয় দেবী বিসর্জন।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয় পূজামণ্ডেপে বিজয়া দশমী পূজা শেষে এই বিসর্জন দেওয়া হয়।

শুক্রবার ছিল দুর্গোৎসবের শেষ দিন। দুর্গাপূজার বিজয়া দশমীতে সকালেই পূজার মূল কাজ শেষ হয়। এরপর দেবী বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয় সকল আনুষ্ঠানিকতা।

এসময় কথা হয় পূজা দিতে আসা বেশ কয়েকজনের সঙ্গে। রাজধানীর রামপুরা থেকে আসা মিন্টু মন্ডল বলেন, আমাদের বিশ্বাস প্রতিবছর মা পৃথিবীতে আসে সকল অশুভ শক্তিকে বিনাশ করে মর্তে চলে যান। আমরা অশুভ শক্তিকে বিসর্জন দেই।

রাজধানী বেইলি রোড থেকে আসা সন্ধ্যা ভৌমিক বলেন, করোনা মহামারি ও কুমিল্লাসহ বিভিন্ন ঘটনায় আমরা কিছুটা আতঙ্কিত ছিলাম। তাই এতটা উদযাপন হয়নি। মাকে আমরা আজ বিসর্জন দিয়েছি তাই একটু খারাপ লাছে।

বাংলাদের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী বলেন, আমরা অশুভকে বিসর্জন দিলাম। মা ফিরে গেছেন। আমরা সকল শুভকে গ্রহণ করেছি। সকল অমঙ্গল দূর হোক এটাই প্রত্যাশা।

এ বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। ঢাকা মহানগরে এ বছর পূজা হচ্ছে ২৩৮টি মণ্ডপে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ