মোঃশরিফুল ইসলাম
টাংগাইল প্রতিনিধি
বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মতিউর রহমানের ২৯ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০২ সালের এইদিনে তিনি মৃত্যুবরণ করেন । বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক ছিলেন তিনি।
বিগত ২০০২ সালের ৯ এপ্রিল আজকের দিনে ইন্তেকাল করেন। মরহুমের টাংগাইলের আউলিয়াদের গ্রামের বাড়িরতে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানাযায়। মরহুম মতিউর রহমান সামাল সম্পাদক মাহবুব আলম আব্বাসী ও কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহমেদ আব্বাসীর বড় চাচা এবং শ্বশুর। তিনি কালিহাতী প্রেসক্লাবের সাহিত্য সম্পাাদক আনিসুর রহমান শেলীর বাবা। তিনি এলাকার বিভিন্ন সামাজিক,পারিবারিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশ ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি দেশের স্বার্থে সর্বোচ্চ শ্রম-মেধা দিয়ে কাজ করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংকে সৎ, স্বচ্ছ ও মেধাবী অফিসার হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চেয়েছেন।