মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত শ্রমিক নেতা এডঃ জানে আলমের নাগরিক স্মরণ সভায়,মেয়র রেজাউল করিম

 

মোঃ শহিদুল ইসলাম শহিদ
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত শ্রমিক নেতা এড্যভোকেট মো. জানে আলম স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার ১০ ডিসেম্বর উত্তর পতেঙ্গা মাইজপাড়া ঈদগাহ ময়দানে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। নাগরিক শোকসভা পরিষদের আয়োজনে সকাল ৯টায় কোরান খতম, দোয়া মাহফিল, মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১৩৪ জন শিশুকিশোর অংশগ্রহণ করে। এতে বিচারক ছিলেন চিত্রশিল্পী মো. আলী। পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র চট্টগ্রামের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান ও স্থানীয় মুক্তিযোদ্ধাগণ। এরপর হিউম্যান এইড পতেঙ্গার আয়োজনে অনুষ্ঠিত হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়। বিকেল বেলায় আলোচনা সভা। নাগরিক শোকসভা পরিষদের আহবায়ক কাউন্সিলর শাহানুর বেগমের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন।

বিশেষ অতিথি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, আ.লীগ নেতা মশিউর রহমান চৌধুরী, জামশেদুল আলম চৌধুরী, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আলী শাহা,
মুক্তিযোদ্ধা নুরুল আলম টেন্ডুল, আব্দুস সবুর, জাগির আহমদ, ওয়াহিদ আলম মাষ্টার, মুক্তিযোদ্ধা ‌ফসিউল আলম, জহিরউদ্দিন বাদল, বিটিভির উপস্থাপিকা রেখা নাজনীন, শ্রমিক লীগ সভাপতি মো. আলী, হাজী মোঃ ফরিদ আলম. নাছির আলম , মরহুমের কন্যা ফারহানা আলম ‌এ্যনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ