বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

ব্যবসায়ীর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাজধানীর ফুলবাড়িয়ার জাকের সুপার মার্কেটের ব্যাবসায়ী রাকিবের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঞ্চল্যকর ও আলোচিত জাকের সুপার মার্কেটের ব্যবসায়ী রাকিবকে মার্কেটের ছাঁদ থেকে ফেলে হত্যা চেষ্টার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখসহ মোট ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রধান আসামী ফিরোজসহ ছয় জন আসামী গ্রেফতার হলেও বাকী ২৪ জন এখন পর্যন্ত গ্রেফতার হয়নি।

বক্তারা অন্য আসামীদের দ্রুত গ্রেফতার করাসহ সব আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাকের সুপার মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন ( দিলু), আহাদ বাপ্পি, আব্দুল আওয়াল মানিক, মো. সাইদ, মো. তারেক, মো.সোহেল, মো. জুবায়েরসহ দুই থেকে অনেক ব্যাবসায়ী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ