ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় নিহত এরশাদুলের নিহতের ছোট ভাই আক্তারুজ্জামানের করা মামলাটি নথিভুক্ত করে পুলিশ। ওই মামলায় এজহারনামীয় ১৫ জন এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
নবীনগর থানা পুলিশের ওসি আমিনুর রশীদ জানান, রাতে মামলা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে নান্দুরা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে সোহাগ মিয়াকে আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন বাদল সরকার (২৩) এবং হাসপাতালে নেওয়ার পথে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫) মারা যান।
নিহত এরশাদুল হক নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
নিহত বাদল একই ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে।