মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

ভারতে তুষারধসে ৭ সেনা নিহত

ভারতের অরুণাচল প্রদেশে তুষারধসে সাত সেনাসদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানায়, গত ৬ ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশের কামেঙ্গ সেক্টরের উঁচু এলাকায় তুষারধসে আটকা পড়েছিলেন সেনাবাহিনীর সাত সদস্য।

বিবৃতিতে সেনাবাহিনী আরো জানায়, নিহত হওয়া সাত সেনা সদস্য টহল দলের সদস্য ছিলেন। তুষারধসের পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল তাদের উদ্ধারে অভিযান চালায়। যদিও তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

সেনাসদস্যদের নিহতের ঘটনায় দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি ভবনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, বীর সেনারা দেশের সেবায় তাদের জীবন উৎসর্গ করেছে। তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে। তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।

এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান শোক প্রকাশ করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ