আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ কমলে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে কেরালায়, ৫৯৫ জন।
তবে কমেছে দৈনিক সংক্রমণের হার। শনিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতের করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯৫২ জন।
যা শুক্রবারের তুলনায় ১৪ শতাংশ কম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৭.৯ শতাংশে। সাপ্তাহিক সংক্রমণের হার ১১.২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮১৪ জন। এর ফলে ভারতে করোনাকে হারিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল চার কোটি ২ লাখ ৪৭ হাজার ৯০২ জনে।
সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু এখনও এক হাজারের ওপরে। শুক্রবারই দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ পেরিয়েছে।
মৃতের সংখ্যায় শনিবারও শীর্ষে দক্ষিণের রাজ্য কেরালা। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৬ লাখ ৩ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ভারতে ৭৩ কোটি ৭৯ লাখ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।