বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

ভারতে ২২৯ দিনে সর্বনিম্ন সংক্রমণ

ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও দৈনিক সংক্রমণের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন। যা গত ২২৯ দিনে সর্বনিম্ন সংক্রমণ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৭১৯।

রোববারে স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, আক্রান্তের পাশাপাশি ভারতে দৈনিক মৃত্যুও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৪৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ৪ লাখ ৫২ হাজার ১২৪ জনের।

ভারতে গত একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৮৮ জন। এ নিয়ে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৭৪৯ জন।

এদিকে চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় ৩ লাখ ৪২ হাজারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ