রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

ভিক্ষুকমুক্ত নোয়াখালী গড়তে গবাদিপশু বিতরণ

 

কামাল চৌধুরী, নোয়াখালী থেকে :

ভিক্ষুকমুক্ত নোয়াখালী গড়তে এবার ভিক্ষুক পরিবারের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়েছে৷। ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় নোয়াখালীর পাঁচটি ভিক্ষুক পরিবারকে দেয়া হয়েছে তিনটি করে গবাদিপশু।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে জেলার সেনবাগ উপজেলার দরিদ্র উক্ত পাঁচ পরিবারে ১৫টি গবাদিপশু বিতরণ করেন নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মো. খোরশেদ আলম খান।

জেলা প্রশাসক বলেন, ভিক্ষুকমুক্ত নোয়াখালী গড়ার লক্ষ্যে তিনবছর মেয়াদী অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় এসব গবাদিপশু বিতরণ করা হয়েছে।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম মজুমদার বলেন, প্রত্যেক পরিবারে তিনটি করে গরু দেওয়ার পাশাপাশি তিন মাসের দানাদার খাবার হিসেবে ৭০ কেজি ভুষি, ১০ কেজি খইল ও চিকিৎসাসহ যাবতীয় খরচের জন্য নগদ এক হাজার টাকা করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ১৯টি ভিক্ষুক পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়ে ইতি মধ্যে ১৩টি ভিক্ষুক পরিবারকে পুনর্বাসিত করেছি।

গবাদিপশু বিতরণ অনুষ্ঠানে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসানসহ সেনবাগ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ