বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

ভুল টি ইচ্ছাকৃত না অনিচছাকৃত।। বাড়ির নেম প্লেটে স্বাধীনতার ইশতেহার পাঠক হিসেবে শাজাহান সিরাজের নামের সাথে রাবেয়া সিরাজ

 

মোঃশরিফুল ইসলাম
কালিহাতী (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

স্বাধীনতার ইশতেহার পাঠক কে কালিহাতী (টাঙ্গাইাল) স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ না রাবেয়া সিরাজ নাকি দুজনই স্বাধীনতার ইশতেহার পাঠ দিবসে গতকাল বৃহস্পতিবার বিকালে এমন প্রশ্ন জাগে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সেতু, পার্থ ঘোষ ও মীমের। তারা শাজাহান সিরাজের কালিহাতী উপজেলা সদরের বাড়ির মূল ফটকের নাম ফলক পড়ে বলেন স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ ও রাবেয়া সিরাজ দুজনই। খোদ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের কালিহাতী উপজেলা সদরের বাড়ির মূল ফটকের নাম ফলকে এ ভুল ইতিহাস জানছে বর্তমান প্রজন্ম। এই তিন শিক্ষার্থী বলেন, খোদ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের পরিবারের পক্ষ থেকে এমন বিভ্রান্তিতে ভুল জানছি আমরা। দ্রুত এটি সংশোধন করা না হলে আরো অনেকেই ভুল ইতিহাস জানবে। স্থানীয় ব্যবসায়ি রবিন বলেন, শাজাহান সিরাজ স্বাধীনতা সংগ্রামের অনেক বড় মানের নেতা। তাঁর পরিবার এতো বড় ভুল করেছে। এটি দ্রুত সংশোধন করা দরকার। কালিহাতী সাধারন পাঠাগারের সাধারন সম্পাদক অধ্যাপক জহুরুল হক বুলবুল ও আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক কামাল হোসেন ভূইঞা বলেন, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, চার খলিফার অন্যতম, স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ। বাড়িটির নাম ফলকে এ ভুল কোনও ভাবেই মেনে নেয়া যায় না। এধরণের অনিচ্ছাকৃত ভুলে নতুন প্রজন্ম ভুল ও বিভ্রান্তিমূলক ইতিহাস জানছে। বিষয়টি আশু সংশোধন করা দরকার। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন, স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ, রাবেয়া সিরাজ নয়। এটি দ্রুত সংশোধন করা দরকার। শাজাহান সিরাজের সহধর্মিনী রাবেয়া সিরাজ এ বিষয়ে বলেন, বিষয়টি ভুল কিনা তা চিন্তা করে দেখবো। স্বাধীনতার ইশতেহার পাঠক তো শাজাহান সিরাজের নামের আগে লেখা ও থাকলে কি ভুল হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুসেইন এ বিষয়ে বলেন, বিষয়টি আমি দেখে বলতে পারবো। আগামীকাল (আজ) যোগাযোগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ