শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

ভোলার চরফ্যাসনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২২

 

মোঃ সাইফুল ইসলাম-(জিহাদ), ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাসন উপজেলার পানির কল রাস্তার মাথা সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে চরফ্যাসন-দক্ষিণ আইচা সড়কের এওয়াজপুর ইউনিয়নের পানিরকল রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছোট ছোট ছেলে মেয়েও নারী পুরুষ যাত্রী রয়েছেন।এর মধ্যে গুরুতর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

জানা যায়, দুপুরে বাসটি (ভোলা ব-০৫০০৫৪) চরফ্যাসন থেকে দক্ষিণ আইচা যাত্রী নিয়ে আসার পথে পানিরকল রাস্তার মাথায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

শশীভূষণ থানার (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, সড়ক দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ