শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

ভোলা লালমোহনে ভাইস চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি, ভুয়া দুদক কর্মকর্তা আটক

 

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের কাছে দুদক কর্মকর্তা পরিচয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়ার পর ফের ১ লক্ষ টাকা চাঁদা দাবী করায় মোস্তাফিজুর রহমান সবুজ (২৪) নামে এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করেন লালমোহন থানা পুলিশ।

ভাইস চেয়ারম্যানের সাধারণ ডায়েরীর ভিত্তিতে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া এলাকা থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে লালমোহন থানার এসআই মাহমুদুল হাসান তাকে আটক করেন।

আটক মোস্তাফিজুর রহমান সবুজ চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া এলাকার রফি উদ্দিনের ছেলে ও তজুমদ্দিন সরকারি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র।

লালমোহন থানার ওসি (তদন্ত) মোঃ এনায়েত হোসেন জানান, সবুজ নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে গত
(৭ ফেব্রুয়ারি) লালমোহন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের মুঠোফোনে কল দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

এ ঘটনায় ভাইস চেয়ারম্যান থানায় সাধারণ ডায়েরী করে। এর ভিত্তিতে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৯/২২, মঙ্গলবার বিকেলে তাকে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ