বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে পাষন্ড স্বামীর বিচার দাবিতে সন্তান কোলে গৃহবধূর সংবাদ সম্মেলন

 

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার স্বামীর বিচার দাবিতে শিশু সন্তান কোলে নিয়ে সংবাদ সম্মেলন করেন এক গৃহবধূ ‌। শনিবার সন্ধ্যায় ত্রিশাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতিতে গৃহবধূ সুরাইয়া লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার বৈলর বাশকুডি হদ্দেরভিটা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে ইসরাফিল হাসানের সঙ্গে ১ বছর তিনমাস পূর্বে তার বিয়ে হয়। বিবাহিত জীবনের ছয়মাস যেতে না যেতেই গর্ভবতী সুরাইয়া আক্তার কে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে তালাক প্রদান করে।এ বিষয়কে কেন্দ্র করে সুরাইয়া আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালত থেকে ফেরার পথে স্বামী ইসরাফিল সন্ত্রাসবাহীনী নিয়ে তার উপর হামলা চালায় মামলা তুলে নেয়ার জন্য। উল্লেখ্য, আদালতে যাওয়ার পূর্বে মামলা করার জন্য ত্রিশাল থানায় গেলে ওসি মাঈন উদ্দিন মামলা নিতে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও রহস্যজনক কারণে মামলা এফ আই আর করা হয়নি।এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবিতে ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ