বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন

মাদকমুক্ত যুব সমাজ গড়তে হলে নিয়মিত খেলাধুলা চালিয়ে যেতে হবে, এমপি শাওন

 

মোঃ সাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রবিবার (৫ ডিসেম্বর) বিকালে “বিজয় দিবস কাবাডি টুর্ণামেন্ট ২০২১” শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহসহ নানাবিধ অপরাধ হ্রাস করতে হলে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত যুব সমাজ গড়তে হলে নিয়মিত খেলাধুলা চালিয়ে যেতে হবে। যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে পারলে যুবসমাজ অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আরও আগ্রহ বাড়াতে হবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলার সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ