মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদরের খাকদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ যাত্রীরা বাসটিতে আগুন ধরিয়ে দেন।
নিহতের নাম সুমন শেখ (৪০) তিনি উপজেলার মস্তফাপুরের বেবরাজ গ্রামের হায়দার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সকালে দিদার পরিবহনের একটি বাস খুলনাগামী একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইক যাত্রী সুমন শেখ ঘটনাস্থলে নিহত হন। আহত চালককে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় স্থানীয়রা বাসে আগুন ধরিয়ে দেন পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’