মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

মাধবপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ইউপি সদস্য গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মো. দুলাল মিয়াকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ইউপি সদস্য রফিক উদ্দিনকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।

মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম রোববার বিকালে ঢাকার উত্তরার ৩নং সেক্টরের একটি বাড়ি থেকে রফিককে গ্রেফতার করে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, রফিক মেম্বার ওই মামলার ২নং আসামি।  তিনি শাহজাহানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বনগাঁও গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

গত বুধবার দুপুরে বনগাঁও গ্রামের রফিকের ভাই সন্ত্রাসী আশরাফ উদ্দিনের নেতৃত্ব একদল সশস্ত্র লোক যুবলীগ নেতা শেখ দুলালকে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুলালের ভাই শেখ আমির হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারী কর্মকর্তা মমিনুল ইসলাম রোবরার বিকালে উত্তরা থানা পুলিশের সহায়তায় উত্তরার ৩নং সেক্টরের একটি বহুতল ভবনে আত্মগোপনে থাকা রফিককে গ্রেফতার করে রাতে মাধবপুর থানায় নিয়ে আসেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ