পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জনাব আব্দুর রশিদ ডাক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নৌকা মার্কার মনোনয়নের জন্য যাচাই-বাছাই করে চারজনের একটি প্যানেল তৈরি করা হয়।
যথাক্রমে -১/ আমিনুল ইসলাম সোহাগ ২/ সুলতান আহমেদ ৩/অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ৪/সেলিম খান। এই তালিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর প্রেরণ করা হবে।