সিলেট মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি এই সমাবেশের আয়োজন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
সমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও সিলেট বিভাগ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক আরিফুল হক চৌধুরী।
শনিবারের সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির আহ্বায়ক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হোসেন জীবন।
সমাবেশে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত, দেশাত্মবোধক ও গণসঙ্গীত পরিবেশন করা হবে।
এদিকে সমাবেশ সফলের লক্ষ্যে শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও সিলেট বিভাগ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক আরিফুল হক চৌধুরীর বাসায় সিলেট বিভাগের বিএনপি নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ সফলের আহ্বান জানিয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মেয়র আরিফ বলেন, সিলেট শুধু দেশের আধ্যাত্মিক রাজধানীই নয়, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অসংখ্য স্মৃতিবিজড়িত পূণ্যভূমি হচ্ছে সিলেট।
তিনি দাবি করেন, মুক্তিযোদ্ধাদের দল হচ্ছে বিএনপি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বাধীন জেড ফোর্সের রক্তক্ষয়ী যুদ্ধে সিলেট মুক্ত হয়েছিল। স্বাধীনতার ৫০ বছর পর সিলেটে বিএনপির উদ্যোগে এমন উদযাপন একটি মাইলফলক হয়ে থাকবে।
বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবনের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় রেজিস্টারি মাঠের অনুষ্ঠান সফলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অনুষ্ঠান সফলে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মহানগর যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনসার উদ্দিন, মহানগর বিএনপির সদস্য আব্দুর রহিম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও মহানগর সাধারণ সম্পাদক লিটন আহমদ প্রমুখ।