শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

মুজিব বর্ষ উপলক্ষ্যে কোস্ট গার্ড, জেলেদের মাঝে শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট,বিতরণ।

 

রিপন রানা বরিশালঃ প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এর পাশাপাশি উপকূলীয় এলাকার প্রান্তিক জেলে, অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিয়মিত সাহায্য সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ ০৯ ডিসেম্বর ২০২১ সকাল ১২:৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী কর্তৃক পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলাধীন আগুনমুখা ও বুড়াগৌরঙ্গ নদী সংলগ্ন প্রত্যন্ত এলাকার জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ হিসেবে লাইফ জ্যাকেট, লাইফবয়, রেডিও, টর্চ লাইট ও রেইনকোট বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কোস্ট গার্ড এর উদ্ধর্তন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রান ও পূর্ণবাসনসহ কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ