ভারতের মুম্বাইয়ে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৫ জন।
শনিবার সকাল সাতটার দিকে মুম্বাইয়ের তারদেও এলাকার গান্ধী হাসপাতালের বিপরীতে ২০ তলা বিশিষ্ট ‘কমলা’ ভবনে এই আগুন লাগে। ১৮ তলা থেকে আগুনের সূত্রপাত।
মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর সংবাদমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো প্রচুর ধোঁয়া বের হচ্ছে ভবনটি থেকে।
এই ঘটনায় একটি ভিডিও টুইট করে বিজেপি নেত্রী প্রীতি গান্ধী লিখলেন, ‘আবারও অজুহাত দেখানো হবে, ভুলভাল কারণ দেখানো হবে এবং জীবন চলতে থাকবে। শহরটাকে বাঁচাতে চাইলে কঠোরতম রাজনৈতিক ইচ্ছেশক্তির দরকার। একজন মুম্বাইকর হিসেবে এই দায়িত্বজ্ঞানহীনতা যন্ত্রণা দেয়।’