শফিক টুটুল, পিরোজপুরঃ
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল নেতা ও কর্মী এবং সমর্থকরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড: শ.ম. রেজাউল করিম এর বিরুদ্ধে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও পিরোজপুর-১ আসনের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দলের ভিতরে ঘাপটিমেরে থাকা একটি কু-চক্রী মহল অসাধু সাংবাদিকদের যোগসাযোসে পত্রিকায় যে সংবাদ ছাপিয়েছে তার তিব্র প্রতিবাদে ১০ ফেব্রুয়ারি বেলা ৩টায় উপজেলা চত্তর হইতে বিক্ষোভ মিছিল করে নাজিরপুর-পাটগাতী আঞ্চলিক মহাসড়কের নাজিরপুর ব্রীজের উপরে রাস্তা অবরোধ করে ঘন্টাব্যপী সমাবেশ করেন। সমাবেশে সভাপত্বি করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা শাহ আলম ফরাজী, এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, বিশিষ্ট সমাজসেবক আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস রুনা, ৭ নং শেখমাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান, জেলা পরিষদ সদস্য তিমির হালদার, ১ নং মাটিভাংগা ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত হোসেন বিলু, ২ নং মালিখালী ইউনিয়ন চেয়ারম্যান বাবলু দাড়িয়া, আওয়ামীলীগ নেতা মাষ্টার শাহ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম তাপস চৌধুরী প্রমুখ। বক্তারা পৃথক পৃথক বতৃতায় বলেন বিগত দিনে যারা ক্ষমতা পেয়ে অবৈধ উপায়ে অর্থবিত্তের পাহাড় গড়েছে দুদকের দারস্থ হয়েছে তারা আজ পিরোজপুর-১ আসনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে মাঠে নেমেছে যার কারণে আমাদের সৎ যোগ্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে। দলের মধ্যে থাকা এই সকল অপপ্রচারকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, তা না হলে এ নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।