মোঃ আবুল হাসেম
উপ সম্পাদক দৈনিক আলোকিত পত্রিকা
দৈনিক যুগান্তর পএিকায় লালমাই উপজেলা প্রতিনিধি ও লালমাই উপজেলা সাংবাদিক ঐক্য ফোরাম সহ-সভাপতি আবুল কালাম মজুমদার কে পা কেটে ফেলবে বলে হুমকি দেন আমির হোসেন মেম্বার যিনি লালমাই উপজেলা আওয়ামী লীগের সদস্য।
এ বিষয়ে আবুল কালাম মজুমদার লালমাই থানায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সাধারণ ডায়েরি করেন যার নং ১৩৫ তাং ৩০।১০।২০২১ ইংরেজি।
অভিযোগে লিখেছেন পেশাগত কাজ সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন সময়ে ফোন কখনো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবার কখনো আওয়ামী লীগের লালমাই উপজেলা কমিটির সভাপতির আত্মীয় ও আপনজন এসব বলে কাজে বাধা দিয়ে আসছেন। কিছু সময়ে দূর্নীতি বিষয়ে তদবির করেন সাংবাদিক আবুল কালাম মজুমদার অনুরোধ রাখতে অপারগতা প্রকাশ করলেই অভিযোগ কারী হুমকি দেন।
অভিযোগ কারী আরও লিখেন বিভিন্ন সময়ে কখনো বাংলাদেশ ছাএলীগ, কখনো আওয়ামী যুবলীগ, কখনো বাংলাদেশ আওয়ামী লীগ এমন পরিচয় দিয়ে নিয়মিত ফোন করে কোন অপরাধ, দূর্নীতি বিষয়ে পএিকায় নিউজ প্রকাশিত না করতে হুমকি দেন।
এ বিষয়ে লালমাই সাংবাদিক ঐক্য ফোরাম মনির হোসেন ও প্রেস ক্লাবের সদস্য গন বলেন আবুল কালাম মজুমদার লালমাই উপজেলা অত্যান্ত সাহসীতা নিয়ে দূর্নীতির বিরুদ্ধে কাজ করছেন। হুমকির ঘটনা দূঃখ জনক।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আইয়ুব বলেন ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্হা নেয়া হবে।