শফিক টুটুল পিরোজপুর
—-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলার নাজিরপুর থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে রঘুনাথপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ভাষা শহীদদের আত্মত্যাগের উপরে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এর মাধ্যমে মানুষকে জরুরি মুহূর্তে অসহায় মূমূর্ষ রোগীদের রক্তদানে উদ্বুদ্ধ করা। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন রঘুনাথপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জনাব মোঃ আল আমিন সিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও সেখমাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতিয়ার রহমান চৌধুরী নান্নু। এসময় চেয়ারম্যান সেচ্ছাসেবীদের চলাচলের সুবিধার জন্য চেয়ারম্যানের স্বাক্ষর ও ব্লাড ব্যাংকের লোগো সংবলিত পরিচয় পত্রের অনুমোদন করেন।
অত্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেখমাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান ডাকুয়া, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মুজিবুর রহমান, গাঙচিল পিরোজপুর জেলা শাখার অন্যতম সংগঠক সুমাইয়া আক্তার, ১ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য ও রক্তদাতা জনাব মোঃ ইলিয়াছ সিকদার, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব শেখ মো: জাকির হোসেন, তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনাব মোঃ বাবুল খান, ব্লাড ব্যাংকের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও শিক্ষক নেতা জনাব মোঃ আলমগীর সিকদার সহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রঘুনাথপুর ব্লাড ব্যাংক এর আহবায়ক জনাব শেখ নেওয়াজ শরীফ মুন্না, উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মোঃ কাওছার সরদার। উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে রক্তের বিনামূল্যে গ্রুপ নির্ণয় করেন জনাব মোঃ রানা রায়হান, মিজানুর রহমান লিটন, আব্দুল্লাহ আল মাসুদ, শেখ মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস, মোঃ বাইজিদ হোসেন, রক্ত কন্যা মোসাম্মৎ মুন্নি সিকদার
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এর জন্য দোয়া পরিচালনা করেন রঘুনাথপুর ব্লাড ব্যাংকের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বৈশাখী টেলিভিশনের ইসলামী আলোচক হযরত মাওলানা গাজী আল-আমিন।