বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

রহমতপুরে নজিরবিহীন নির্বাচনে নৌকার জয়, মিলনের চমক

সকল আলোচনা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নজিরবিহীন নির্বাচনে বিজয়ের শেষ হাসি হাসলেন মিলন। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মৃধা মুহঃ আক্তার-উজ-জামান মিলন। নৌকা প্রতীকে তিনি ৬ হাজার ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোঃ শাহিন হোসেন পেয়েছেন ৩ হাজার ৯৩৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২ হাজার ৫১৩ ভোট বেশি পেয়ে চমক দেখিয়েছেন তিনি।

মিলনের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহমুদ আনারস প্রতীকে ২ হাজার ২৭ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় অবস্থানে। এছাড়াও অপর ২ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবদুল হাকিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৭৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদার ঘোড়া প্রতীক নিয়ে ৫৭৫ ভোট পেয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ওই নির্বাচনে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা অডিটোরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এসময় আওয়ামী লীগের প্রার্থী মৃধা মুহঃ আক্তার-উজ-জামান মিলনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন তিনি।

নির্বাচনের ফল ঘোষণার সময় সেখানে উপস্থিত বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের কপি হস্তান্তর করেন রিটার্নিং অফিসার। এসময় সেখানে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস.এম খালেদ হোসেন স্বপন, ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের সমন্বয়কারী বিআরডিবি কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মৃধা মুহঃ আক্তার-উজ-জামান মিলনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

সুষ্ঠু নির্বাচন নিয়ে নানান শঙ্কা এবং অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত প্রশাসনের নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ১০টি কেন্দ্রে ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেতৃত্বে পুলিশ ও র‌্যাবের স্ট্রাইকিং টিমসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল নজিরবিহীন। এসময় বহিরাগত হিসেবে সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে ৭ জনকে আটক করা হয়। এদের মধ্য মুলাদীর গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামের আলতাফ সরদারের ছেলে আল-আমিন সরদারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।

প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২১ হাজার ৫৫৩ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৩৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৩৯টি ভোট বাতিল হয়। ভোট প্রদানের শতকরা হার ৬৬.৭৯%। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে যান্ত্রিক গোলযোগ এবং ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করায় ১০টি কেন্দ্রে প্রায় কয়েকশো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ