গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর এই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে ও রাউজানের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়ের নির্দেশনায়, রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় ও উপজলা স্কাউটসের সার্বিক সহযোগিতায় আজ ১১ই মার্চ রাউজান সরকারি কলেজ মাঠে শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার বস্তা অপচনশীল আবর্জনা ক্রয় করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করার পাশাপাশি আগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান জননেতা জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য, তরুণ রাজনীতিবিদ ও সমাজ সেবক জনাব ফারাজ করিম চৌধুরী।