বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খাঁনের দাফন সম্পন্ন।

 

শফিক টুটুল পিরোজপুরঃ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খান গতকাল ১৭ ডিসেম্বর রাত ১০ টায় বার্ধক্য জনিত কারনে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন)।পিরোজপুর জেলার নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ বাড়িতে তিনি বসবাস করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। আজ ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় তার নীজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে নাজিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, নাজিরপুর থানা ওসি(তদন্ত) মাইদুল ইসলাম, শেখমাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ওএলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ