নোয়াখালীর সেনবাগে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় জহির উদ্দিন (৪৫) ও হাবীব উল্যাহর (৪৩) নাম উল্লেখ্য করে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা করেন। আজ শুক্রবার সকালে ওই ছাত্রীকে পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সূত্রে জানা গেছে, জহির ও হাবীব ওই ছাত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। ঘটনার দিন দুপুরে ওই ছাত্রী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে জহির তাকে মুখ চেপে ধরে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। কিন্তু অভিযুক্তরা পালিয়ে যায়।
সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।