মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার পৌর ৫ নং ওয়ার্ডে মেজর হাফিজ উদ্দিন স্টেডিয়াম টি এলাকার শিশু কিশোর-যুবকদের এক সময়ের একমাত্র খেলাধুলার মাধ্যম ছিল, কিন্তু আজ ঐতিহ্য হারিয়ে স্টেডিয়ামটি এখন ময়লার স্তুপ ও যাযাবরের বাসস্থানে পরিনত হয়েছে। ময়লার স্তুপ গুলোতে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন, পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন। ছোট ছোট শিশুরা সে আগুনের পাশে খেলাধুলা করছে, যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, যেখানে সেখানে রাখা হয়েছে পল্লী বিদ্যুতের খুঁটি ও রাস্তার কাজে কেটে ফেলা গাছের অংশবিশেষ। পড়ন্ত বিকেলে সেই বিদ্যুতের খুঁটির উপর বসে সমাজ ধ্বংসকারী মোবাইল গেইম পাবজি, ফ্রী ফায়ার ও অশ্লীল ভিডিওতে মনোযোগ দেয় উঠতি বয়সের কিছু কিশোর, যারা এক সময় মাঠে দাপিয়ে বেড়াতো ফুটবল ও ক্রিকেট নিয়ে। খেলাধুলার উপযুক্ত পরিবেশের অভাবে আজ তারা নির্ভর করছে মোবাইলের উপর। আর এখান থেকেই তৈরি হচ্ছে কিশোর গ্যাং,যারা এলাকার যত নিষিদ্ধ কাজ গুলো করে বেড়াচ্ছে। এলাকার সচেতন মহলের আকুল আবেদন লালমোহন তজুমদ্দিনের গণমানুষের নেতা দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি) মহোদয়ের কাছে, তিনি যেনো এই অবহেলিত খেলার মাঠটি পুনরায় খেলাধুলার উপযোগী করার ব্যবস্থা করেন।