শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

লালমোহনে জাটকা ইলিশ রক্ষা অভিযানে জাল-মাছ জব্দ, চার জেলের জরিমানা

ভোলার লালমোহনে জাটকা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম।

অভিযানকালে চার জেলেকে আটক, পাঁচ হাজার মিটার জাল ও ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে নষ্টসহ মাছগুলোকে এতিমখানায় বিতরণ করা হয়। অন্যদিকে, আটক চার জেলেকে ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরা হচ্ছেন মো. মনজু, মো. লোকমান, মো. হেলাল ও মো. ইউনুছ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, ইলিশ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ