লালমোহন প্রতিনিধিঃ
ভোলা লালমোহনে পূর্ব শত্রুতা ও ক্রয়কৃত জমিতে রাস্তা নির্মাণ সহ ড্রেনের করাকে কেন্দ্র করে ৭ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী ৮নং ওয়ার্ডের শাহাদাত আলী হাওলাদার বাড়িতে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় এই ঘটনা ঘটে। আহতরা বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এই বিষয়ে আহত পরিবারের বড় ছেলে আহত মিজান বাদী হয়ে লালমোহন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মিজান গংদের ক্রয়কৃত জমির উপর দিয়ে জবর দখল করে রাস্তা নির্মাণের কাজ করছেন পাশ্ববর্তী প্রতিবেশী ফিরোজ গংরা। এসময় মিজান গং এর ছোট ভাই রাসেল বাধা দিতে গেলে, ফিরোজ ডাক্তার, নুরুল ইসলাম, সোহেল ডাক্তার, আলামিন, বাদসু ড্রাইভারসহ আরো ১৫/২০ জনের একটি দল, ফিরোজ গং এর নেতৃত্বে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিজান গংদের আনোয়ারা বেগম, ফাহিমা, রাসেল, মিজান, পিংকি, আনামিকা ও ইয়াসনুর কে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় আহদের সাথে থাকা আট আনা ওজনের চেইন, দশ আনা ওজনের কানের দুল ও এান্ডুয়েট ভিভো মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ফিরোজ গংরা। যার বাজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা। আহতদের মধ্যে আনোয়ারা(৫০) ও রাসেল(২৬) গুরুতর আহত হওয়ায় লালমোহন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদেরকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল রেফার করেন। এ বিষয়ে আহত মিজান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে, আসামিপক্ষের সাথে যোগাযোগ করতে তাদের বাসায় গেল তাদের কাউকে পাওয়া যায়নি এবং তাদের সাথে মুঠোফোনে আলাপ করতে চাইলেও মুঠোফোন বন্ধ থাকায় তাদের কাহারও সাথে’ই আলাপ করা যায়নি। আহত মিজান বলেন, আমাদের নিজের ক্রয়কৃত সম্পত্তির উপর দিয়ে তারা জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে চেয়েছিল আমরা বাধা দিয়েছি তাই বলে আমাদেরকে এভাবে পিটিয়েছে এজন্য আমরা আইনের আশ্রয় নিয়েছে এবং এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি।