মোঃ সাইফুল ইসলাম-(জিহাদ).
ভোলা লালমোহনে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১৭ নবেম্বর বুধবার) সকাল ১০টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুর নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন ,মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানম। আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান মিলন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, লালমোহন হামিম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ রুহুল আমিন, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনিসহ বিভিন্ন অফিসারগণ উপস্থিত ছিলেন। রচনা প্রতিযোগিতা একাধিক পুরস্কার লাভ করেন লালমহান হামিম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরাসহ বিভিন্ন অতিথিবৃন্দ।