ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নে জমি বিরোধের জের ধরে কলির ডালের ফসলিয় জমিতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১ টায় চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে ৫নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
অভিযোগকারীর শাহবুদ্দিন হাওলাদার বলেন, আমরা দীর্ঘদিন ধরে ১৬০ শতাংশ জমি ভোগ দখল করে আসছি, হঠাৎ করে আমার চাচাতো ভাই মজিবুল হক গং এখন দাবী করেছে তাই এই জমি সংক্রান্তে কোর্টে মামলা চলছে, হঠাৎ করে সোমবার সকাল ১১ ঘটিকার সময় মজিবুল গংরা এই জমি নিজের দাবি করে আমাদের ভোগ দখলীয় জমির কলির ডালের ক্ষেতে আগুন ধরিয়ে দেয়। পরে আমরা ছুটে আসলে তারা পালিয়ে যায়। আমার ডাল চাষের জমিতে আগুন দেওয়ায় আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলেন মজিব গংরা দীর্ঘ দিন ধরে এলাকার অসহায় মানুষদের হয়রানি করে জমি দখল করে আসছে। এ বিষয়ে মজিবল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, যে জমিন নিয়ে কোর্টের মামলা চলছে তারা কখনও নিজেদের দাবী করবে না বলে আদালতে বলেছিলো, পরবর্তীতে আমি আমার ভাই সহ সকলকে নিয়ে সে জমি আদালতের রায় নিয়ে দখলে করতে গেলে, শাহাবুদ্দিন গংরা আমাদেরকে মারধর করে এতে আমি ও আমার বোন ভাতিজাসহ লালমোহন হাসপাতালে ভর্তি আছি।