বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন

শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছে সরকার: এমপি শাওন

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আগামীর উন্নত সমৃদ্ধশালী ও শিক্ষিত জাতী গড়তে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বলেন, শিক্ষাসহ দেশের সকলখাতে অনন্য নজির স্থাপন করে একজন দক্ষ রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে ভোলার তজুমদ্দিনে এসইএসআইপি প্রকল্পের আওতায় ৮৮ লক্ষ টাকা ব্যয়ে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী একাডেমিক ভবন উদ্বোধনকালে এমপি শাওন এসব কথা বলেন। এর আগে লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তিন হাজার শিক্ষার্থীর মাঝে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ওসি জিয়াউল হক, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেলসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ