সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করল বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন

 

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

ভোলা লালমোহনে বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে, উপজেলার কালমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বালুচর গ্রামের নতুন বাজার জৈনপুর হাসনাইন আহমেদ নূরানী হাফিজিয়া কাওমি মাদ্রাসার মাঠে অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়। মধ্য বিত্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম শুভ রাজের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদসদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। এদিন ১০০ শত অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম শুভরাজ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৯ সালে বৈশ্বিক মহামারী করোনার মধ্যে দেশের মানুষের মাঝে স্বেচ্ছায় রক্তদান, খাদ্যসামগ্রী বিতরণসহ নানাবিধ সেবাদানে ব্রত হয়ে ‘মুখে হাসি চোখে জল, গড়বো মোরা সমতল’ স্লোগানে আত্মপ্রকাশ করে বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ