শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

সদস্য সচিবের বাসভবনে বিএমএসএফ চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সভা

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম, বুধবার, ৯ ফেব্রুয়ারি,২০২২: বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বড়পোল আজিজীয়া মসজিদ সংলগ্ন বিএমএসএফ চট্টগ্রাম জেলা কমিটির সদস্যসচিব মোহাম্মদ হোসেন এর বাসভবনে বিএমএস এফ চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

বিএমএসএফ চট্টগ্রাম জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মঞ্জুর আহম্মেদ সোহেলের সঞ্চলনায় সভাপতিত্ব‌ করেন বি এম এস এফ চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক কে এম রুবেল,

এসময় সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, বিএমএসএফ বন্দর জোনের আহবায়ক এম এ হালিম, সদস্য সচিব আবুল খায়ের,জেলা যুগ্ম আহবায়ক মোঃ ইয়াসিন আরাফাত , মোঃ শেখ আহমেদ শাকিল, মনীষা আচার্য, ওসমান গনি শাকিল, সদস্য বশির আহম্মেদ রুবেল মোঃ আসিফ খোন্দকার, শান্ত ইসলাম দিপু, হাসান রিফাত, মোহাম্মদ ইমাম হোসেন ইমন,স্বপন খান, শুক্কুর আলী, মোঃ রিয়াজ, মোঃ বেলাল, মোঃ আবুল কালাম, সরোয়ার শাহিন মোঃ জালাল উদ্দীন,সাহেদ,সদস্য আফাদুল ইসলাম।

আয়োজিত সভায় বক্তারা বলেন, বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর সাংবাদিকদের কল্যাণে এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন। তার নেতৃত্বে সারাদেশের সাংবাদিকদের ১৪” দফা দাবি আদায়ের আন্দোলন চলছে। সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার কোনভাবেই মেনে নেয়া হবেনা।

সংগঠনটি সাংবাদিকদের কল্যাণে সবার আগে কাজ করে। সাংবাদিকদের দাবী আদায়ের জন্য এ সংগঠনকে আরো উন্নতির জন্য আহমেদ আবু জাফরের হাতকে শক্তিশালী করতে হবে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ