শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

সভাপতি সাঈদ খাঁন,সম্পাদক হাসনাত তুহিন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

 

মোঃ শহিদুল ইসলাম শহিদ
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

প্রেস বিজ্ঞপ্তিঃ সরকারি অনুমোদনপ্রাপ্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে সভাপতি পদে দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক উদয় সম্পাদক এমএ সাঈদ খাঁন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সূর্যোদয়ের ফেনী জেলা প্রতিনিধি, সাপ্তাহিক ভাঙাগড়া সহ-সম্পাদক ও সিএসটিভি নিউজ’র চেয়ারম্যান আবুল হাসনাত তুহিন নির্বাচিত হন।

কমিটির সহ- সভাপতি পদে ফারুক সবুজ (এশিয়া বাণী), তসলিম চৌধুরী (ভাঙ্গাগড়া),এম.এ তাহের পন্ডিত ( সংগ্রাম),সিরাজ উদ্দিন দুলাল (ভোরের কাগজ), মোঃ ইসহাক চৌধুরী (সন্ধাভানী), যুগ্ন সাধারণ সম্পাদক পদে ওবায়দুল হক (তৃতীয় মাএা), শেখ রাসেল (দৈনিক দেশপত্র), সাংগঠনিক সম্পাদক পদে এমএম রহমান সোহেল (নয়াপয়াগাম),,সহ-সাংগঠনিক সম্পাদক নূরল আলম মোহাব্বত (জনপ্রিয়),কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নাজমুল হক (ফেনীর শক্তি),সহ- কোষাধ্যক্ষ কামরুল হাসান ছিদ্দিকী (শেয়ার বিজ),প্রচার সম্পাদক তনু সরকার (ভোরের কাগজ),সহ-প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন (আলোকিত দেশ), দপ্তর সম্পাদক মহিউদ্দিন খোকন (একুশে সংবাদ), সহ দপ্তর সম্পাদক সাইফ উদ্দিন সুমির (আমাদের ফেনী),সাংস্কৃতিক সম্পাদক পদে আরিফুর রহমান -(বিজয় বাংলাদেশ),সাহিত্য সম্পাদক পদে
কবি ইকবাল চৌধুরী (মাসিক শব্দ), ধর্ম বিষয়ক সম্পাদক পদে শহিদুল ইসলাম তোতা মিয়া (সাপ্তাহিক জনপ্রিয়),
ক্রীড়া সম্পাদক পদে রাজীব মাসুদ (নতুন আলো), প্রকাশনা সম্পাদক পদে আব্দুর রহিম (ফেনীর আলো),
মহিলা সম্পাদক পদে সাহিদা সাম্য লীনা (ফেনীর আঁচল), সহ মহিলা সম্পাদক পদে নূর তানজিলা রহমান (স্বদেশকন্ঠ),
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সজীব দেবনাথ (ফেনীরকথা) নির্বাচিত হন।

এছাড়া কমিটির নির্বাহী সদস্য পদে রোকসানা সিদ্দিকী (সমসাময়িকী প্রতিদিন),কাজী সালাউদ্দিন নোমান (বাংলাদেশ সমাচার), সিদ্দিক রাজু (সাপ্তাহিক সমসাময়িক), নান্টু লাল দাস (নতুনআলো প্রতিদিন),শেহাব উদ্দিন লিটন (আমার সংবাদ), মোস্তফা কামাল বুলবুল (প্রভাত আলো), গাজী মোহাম্মদ হানিফ (দৈনিক আগ্রসর), ইসমাইল হোসেন সিরাজী (মসিমেলা), নূরউদ্দিন আহমেদ হিমেল (নোয়াখালী প্রতিদিন) ও সাধারণ সদস্য পদে এম.নাছির উদ্দিন (নির্ভীক), মাসুম বিল্লাহ (সরেজমিন),জিয়ার উদ্দিন সোহাগ (উদয়), বেলাল হোসেন (সাপ্তাহিক পথ), সগীর আহমেদ ভূঞা ফোরকান (এশিয়ান এইজ), নূরুল হুদা মিয়াজী( মাতৃ ছায়া), নাছির উদ্দিন চৌধুরী (নির্ভীক) ও হাসান মাহমুদ মামুন ( সমাচার), আবদুল কাইয়ুম ভূঞা নিশান (ফেয়ার বার্তা) ও ইসরাত জাহান তৃপ্তি (ফেনীর তালাশ) এবং আইন উপদেষ্টা এডভোকেট সৈয়দ আবুল হোসেন, জাহাঙ্গীর আলম নান্টু ও গাজী তারেক আজিজ।

বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা, ট্রাষ্টি ও প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর ২০ ফেব্রুয়ারি ফেনী জেলা শাখা কমিটি অনুমোদন দেন।

বার্তা প্রেরক

হাসনাত তুহিন
সাধারণ সম্পাদক
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম
ফেনী জেলা শাখা
তারিখঃ ২২.২.২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ