মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্বতায় প্রতিনিধিঃ
ভোলার-লালমোহন সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, লালমোহন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক শাহিন আলম মাকসুদ এর মায়ের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন সাংবাদিক ইউনিয়নের সদস্যদের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যার পর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান। দোয়া মোনাজাতে অনাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মাকসুদ উল্লাহ, সদস্য মোঃ সোহাগ পঞ্চায়েত, মোঃ জাহিদুল ইসলাম দুলাল, আব্দুর রহমান নোমান, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান লিপু, নজরুল ইসলাম, মোঃ মতিউর রহমান কাজল, মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম, আমির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জিহাদ, প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নাঈম, তথ্য ও গবেষণা সম্পাদক নাজিম, সদস্য মোঃ মানসুর, মোঃ নাসির আরকাম, মোঃ ইব্রাহিম আকাশ প্রমূখ।
উল্লেখ্য সাংবাদিক শাহিন আলম মাকসুদ এর মা সাফিয়া খাতুন গত ১ সপ্তাহ ধরে ব্রেইন স্ট্রোক রোগে ভুগছেন। দিন দিন তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তিনি ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মায়ের সুস্থতা কামনায় শাহিন আলম মাকসুদ ও তার পরিবারের সদস্যরা সাফিয়া খাতুন এর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।