সাতক্ষীরাপ্রতিনিধিঃ
গহীন সুন্দরবনে মৃত অবস্থায় পড়ে থাকা একটি বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। সুন্দরবন থেকে সেটি লোকালয়ে নিয়ে আসা হয়েছে। গতকাল ৭ নভেম্বর সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে মৃত বাঘটি উদ্ধার করে বন বিভাগের সদস্যরা।
বন বিভাগ সূত্রে জানা যায়, গহীন বনে একটি বাঘ মরে পড়ে আছে জেলেদের কাছ থেকে এমন খবর পেয়ে মৃত অবস্থায় পড়ে থাকা একটি বাঘ উদ্ধার করা হয়।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনের ভিতর থেকে একটা বয়স্ক মৃত বাঘ উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হচ্ছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বয়স হওয়ার কারণে বাঘটি মারা যেতে পারে। তবে ফরেনসিক রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।