সাতক্ষীরা প্রতিনিধিঃ
মানব কল্যাণ ব্লাড ফাউন্ডেশন সাতক্ষীরা। সাতক্ষীরায় সেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। সোমবার ২০ডিসেম্বর মানব কল্যাণ ব্লাড ফাউন্ডেশন সাতক্ষীরা পরিবারে সকল উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা , সুজন হাসান রাজ (রাজ বাবু ) কে সভাপতি ও মোঃ জহর হাসান সাগর, কে সাধারণ সম্পাদক করে। মোট ১৯ সদস্য এর একটি কার্যকরী কমিটি আগামী এক বছরের অনুমোদন করা হয়েছে ।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো:- রাসেল হাওলাদার , সহ-সভাপতি :-আল-মামুন হোসেন (মামুন) ,(১)যুগ্ম সাধারণ সম্পাদক :- নয়ন দাশ (২) যুগ্ম সাধারণ সম্পাদক : শাখাওয়াত হোসেন সাদিক সাংগঠনিক সম্পাদক: মো রিপন হোসেন ,সহ-সাংগঠনিক সম্পাদক: মো আবুউবাইদা হোসেন ,অর্থ সম্পাদক :মো সাকিব হোসেন ,
দপ্তর সম্পাদক: মো আজমল হোসেন, প্রচার সম্পাদক :মো ফুরকান মল্লিক ,সাহিত্য ও প্রকাশনা বিষায়ক সম্পাদক : শেখ রায়হান,সমাজ সেবা সম্পাদক : সুদিপ্ত মল্লিক ,মহিলা বিষয়ক সম্পাদক রুমানা সারমিন , সহ- মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা রিয়া ,,
আইন বিষয়ক সম্পাদক : প্রবীর মন্ডল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : ডা :এম আই মনির,যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ একরামুল হোসেন , মোঃ লিয়াকত আলী, কার্যকরী সদস্য মেহেদী হাসান ,