জহর হাসান সাগরঃ
সাতক্ষীরার বিশিষ্ট সাংবাদিক ইয়ারব হোসেনের মাধ্যমে সেভ ওয়াইল্ড লাইফ টিম একটি তথ্য পাই। তথ্যটি হচ্ছে সাতক্ষীরা সদরের রায়পুর গ্রামে ফাঁদে একটি গন্ধ গোকুল আটক হয়েছে। তথ্যটি পাওয়া মাত্রই সোমবার (১৭জানুয়ারি) দুপুর ১টা সময় তালা থেকে সেভ ওয়াইল্ড লাইফ এর টিম ঘটনাস্থলে যেয়ে উপস্থিত হয়। ওই সময় বিষয়টি নিয়ে স্থানীয় জনগণের সাথে আলোচনা করে।
এবং তাদেরকে সচেতন করা হয়।
আলোচনার একটি পর্যায়ে পার্শ্ববর্তী আটককৃত গন্ধগোকুল ঝোপঝাড়ে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় জনসাধারণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সকলের উপস্থিতিতে উক্ত প্রাণীটি প্রকৃতির মাঝে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেভ ওয়াইল্ড লাইফের সভাপতি মোঃ ইমরান হোসেন (রিপন), সিনিয়র সহ-সভাপতি মোঃ বাইজিদ হোসাইন, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান সাগর এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাংবাদিক ইয়ারব হোসেন।