বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

সিআরইউ’র মানববন্ধনে বক্তারা দেশের শান্তি-সম্প্রীতি বজায়সহ সাংবাদিকদের জীবন নিরাপত্তা নিশ্চিত করার দাবি

 

মোঃ শহিদুল ইসলাম (শহিদ)
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ’র) সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান দৈনিক আজকের প্রভাত পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক আলমগীর নূরের বিরুদ্ধে আনীত মিথ্যা মামলার প্রত্যাহার দাবিতে ২১ অক্টোবর নগরীর কে.সি দে সড়কস্থ ইসলাামিয়া সিটি হল চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-সম্প্রীতি বজায়সহ সাংবাদিকদের জীবন নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, বাকলিয়ার একটি চিহ্নিত গোষ্ঠী দৈনিক আজকের প্রভাত পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর নূরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। বক্তারা অবিলম্বে আলমগীর নূরের বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটি সভাপতি সংগঠক সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রিপন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিআরইউ’র নেতা সাংবাদিক কামরুল হুদা, মাসুদ ফেরদৌস কবির, জাবেদ রকি, সৈয়দ মোস্তফা আল মাসুম, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, আতিকুর রহমান, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, মর্জিনা আক্তার লুচি, পারভীন আক্তার চৌধুরী, রোজী চৌধুরী, ফরিদা ইয়াছমিন, মনি আক্তার, ইয়াছমিন কবির, রিমন মুহুরী, সাইফুর রহমান, হান্নান রহিম তালুকদার, শাহাদাত হোসেন স্বপন, মো: হোসেন মিন্টু, জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ শহিদুল ইসলাম(শহিদ) একেএম মুজিবুর রহমান, মো: তিতাস, আলমগীর চৌধুরী, মো: ফারুক, রাশেদুল মাওলা, জেসমিন জেসি, আঞ্জুমান বেগম, সমীরন পাল, আবদুল রহিম, মোহাম্মদ হোসেন, আরমান মাহমুদ, জিএম পারভেজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ